পদ্মায় গোসলে নেমে দু’জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।
মৃতরা হলো- নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন । বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা জানান, রোববার (২১ এপ্রিল) দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকায় পদ্মা নদীতে কয়েকজন কিশোর গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে সাঁতার না জানা একজন তলিয়ে যেতে লাগলে বাকিরা তাকে উদ্ধারে এগিয়ে যায়। এসময় বাপ্পি হোসনে ও মনির হোসেন নামে দুই কিশোর তলিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে অভিযান চালিয়ে বাপ্পি ও মনিরের মরদেহ উদ্ধর করে।