পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
নড়াইলের সদর উপজেলার বাহিরগ্রামে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো-তিন্নি (৫) ও তানহা (৩)। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বাহির গ্রামের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের জালাল মোল্যার ছেলে ও মেয়ে।
জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) বিকালের দিকে বাবা-মায়ের সাথে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘের পাড় ধরে বাবা জালাল মোল্যা অন্য দিকে চলে যান। দুই ভাই-বোন কে ঘের পাড়ে খেলতে দেখে মা ও বাড়িতে ফিরে আসে। পরে সন্ধ্যার দিকে তারা বাড়িতে ফিরে না আসায় মা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে পরিবারর লোকজন বাড়ির পাশে মাছের ঘেরের পানিতে দুই ভাই-বোন কে ভাসতে দেখে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ মেহেদী হাসান ভুইয়া তাদের মৃত্য ঘোষণা করেন।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন,ঘটনাটি শুনে পুলিশ কে ঘটনাস্থলে পাঠিয়ে ছিলাম।