টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সনদ, ম্যাগাজিন ও বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার (২০ এপ্রি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৭৪৪ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৭০৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি) বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার আনিসুল হক।
অনষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন, টিচার্স ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু সালেহ মোঃ মাইন উদ্দিন, আবু সামা মিঞা, মোঃ সাখাওয়াত হোসেন, সাহিত্য সম্পাদক ভবেশ মুকুট পাল, কার্যকরী সদস্য মোঃ পারভেজ মিয়া, যুগ্ম সম্পাদক রওশন জামিল, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কামরুল হাসান সিদ্দিকী, মহিলা সম্পাদক সালমা আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ খালিদ মোশারফ, সহ অর্থ সম্পাদক সঞ্চয় চক্রবর্তী, উপ অর্থ সম্পাদক মেহেদী মামুদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশন টাঙ্গাইল সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান’সহ কেন্দ্রীয় কমিটির আনিসুর রহমান সুজন, মোঃ মকবুল হোসেন মোঃ তোফাজ্জল হোসেন ও মোঃ আখতারুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক সাবিহা পারভীন।