স্কুল খুলবে, তবে অ্যাসেম্বলি হবে না
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। তাই তাপপ্রবাহ (হিট অ্যাল্যার্ট) পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তত্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারদেশে চলমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে, আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, পুরো এপ্রিল ও মে মাসজুড়েই থাকবে গরমের দাপট। তাপদাহ অব্যাহত থাকতে পারে আরও ৮ দিন। তীব্র এই গরমে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত সবাইকে বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্বাবাসে বলা হয়, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কালবৈশাখী ঝড় হলে সারাদেশের তাপমাত্রা কিছু্টা কমাতে পারে। শুক্রবার (১৯ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিলো চুয়াডাঙ্গায়।