সংবাদ শিরোনাম ::
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ২৭ বস্তা টাকা
কিশোরগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স থেকে ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়।
এখন চলছে টাকা গণনা কার্যক্রম। গণনায় ৯৮ জন মাদ্রাসা ছাত্র ৯ জন শিক্ষক ৭০ জন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ১০ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে।
পাঁচমাস পর খোলা দানবাক্স থেকে টাকা ছাড়াও স্বর্ণ, রিয়েল, রুপা, রিংগিত, ডলারও পাওয়া গেছে। প্রতি তিনমাস পরপর ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার রমজান মাসের কারণে দানবাক্স ৫ মাস পর খোলা হলো।
এর আগে গত বছরের ৯ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিলো। ওই সময় ২৩ বস্তা টাকা পাওয়া যায়। এসব বস্তা থেকে ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া যায়।