সংবাদ শিরোনাম ::
ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এএস আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, আগুনের কারণে ঢাকা শিশু হাসপাতালের ভেতরে ধোঁয়ায় অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। এ সময় হাসপাতালের ওপরের তলাগুলোর অনেক রোগীকে নিচে নামিয়ে আনা হয়।
শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আব্দুল হাকিম জানান, ধারণা করা হচ্ছে কার্ডিয়াক ইউনিটের এসি থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর ওই ইউনিট থেকে সব রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।