মাধবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৩৭৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবস সম্পর্কে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন-মাধবপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এইচ এম ইশতিয়াক মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,মোঃ জারু মিয়া, নোয়াপাড়া ইউপির চেয়ারম্যান আতাউল মোস্তাফা সোহেল,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ত্রিপুরারী দেবনাথ তিপু প্রমুখ।
সভায় বক্তারা,ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরেন।