সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনের উদ্ধারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে ব্যাংকের সামনে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ প্রিন্সিপাল অফিস কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনকারীরা এই ঘটনার উদ্ধারকাজে সেনাবাহিনীর অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
তারা বলেন, রুমা ও থানচি উপজেলায় আমাদের ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনা যারা ঘটিয়েছে তাদের সনাক্ত করে অতিদ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে ।
সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ নয়ন বলেন, ম্যানেজার চাবি না দেওয়ায় সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এক্ষেত্রে ম্যানেজার রাষ্ট্রীয় টাকা রক্ষার্থে অপহরণ হয়েছে এখন রাষ্ট্রের দায়িত্ব তাকে উদ্ধার করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি এএইচ মাহমুদুন্নবী, উপদেষ্টা আবু খালেদ মো: ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোঃ কামারুজ্জামান প্রমুখ।