মাধবপুরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৬৬৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি মাধবপুর উপজেলা শাখার যৌথ আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আরিফুল রহমান আরিফ। সঞ্চালনায় করেন সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, বিজয়নগর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এবিএম মর্শিদ কামাল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ লক্ষীপুর কলেজের প্রিন্সিপাল নির্মল ইন্দু সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, কবির আহমেদ, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক সমিতির সকল শিক্ষক বৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।