কাকনহাট পৌর বিএনপির ইফতার মাহফলি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) কাকনহাট পৌর বিএনপির কার্যলয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাকনহাট পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিল।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপত্বিত করেন কাকনহাট পৌর বিএনপির সভাপতি আলহাজ জিয়াউল হক সরকার । দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাকনহাট পৌর বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাবেক আহবায়ক মন্জুর রহমান, সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিমূস সান উজ্জল, সৈয়বুর রহমান, আব্দুর রউফ দিলিপ, আব্দুল হাই টুনু, নাসির উদ্দিন, নাজমুল ডাক্তার, বজলুর রহমান, মশিউর রহমান মসিসহ গোদাগাড়ী উপজেলা ও কাকনহাট পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।