সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক এই তথ্য জানিয়েছেন।
তিনি আর বলেন, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।
ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে।