‘ অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেয়া উচিৎ নয়’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অনির্দিষ্টকালের আগাম জামিনে থাকতে দেয়া উচিৎ নয় বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ । রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপির দুই নেতার জামিন প্রশ্নে এক আদেশে এমন অভিমত দিয়েছেন আপিল বিভাগ ।
শনিবার( ২৩ মার্চ) সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে গত ৬ মার্চ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চের দেয়া ওই আদেশ প্রকাশ করা হয়েছে ।
আদেশে আপিল বিভাগের আগের দেয়া কয়েকটি রায়ের রেফারেন্স দিয়ে বলা হয়, এই সব রায়ের নীতি অনুসারে ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিনে থাকতে দেয়া উচিৎ নয় । হাইকোর্ট বিভাগ পুলিশ রিপোর্ট পর্যন্ত বিবাদীদের আগাম জামিন দিয়ে আপিল বিভাগের রায়ের নীতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে । কারণ মাঝেমধ্যে যথাযথ তদন্তের স্বার্থে কোনও মামলার প্রতিবেদন দিতে তদন্তকারী সংস্থা বেশি সময় নিতে পারে । এই পরিস্থিতিতে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত অভিযুক্ত আগাম জামিনের সুবিধা উপভোগ করার অধিকারী নয় ।
এই আদেশে ‘রাষ্ট্র বনাম মো. কবির বিশ্বাস’, ‘রাষ্ট্র বনাম অধ্যাপক ড. মোরশেদ হাসান খান এবং অন্যান্য, ‘রাষ্ট্র বনাম আবদুল ওয়াহাদ শাহ চৌধুরী ’ মামলার রায়ও উদ্ধৃতি করা হয় ।
গত বছরের ২৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ ডাকে বিএনপি । ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ । ওই দিন আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে । একপর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে । সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যেরও মৃত্যু হয় সেদিন ।
পরে এ ঘটনায় রমনা, পল্টনসহ রাজধানীর বিভিন্ন থানায় ৩৯টি মামলা করে পুলিশ । এর মধ্যে রমনা থানায় এক মামলায় গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন পান দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন । হাইকোর্ট বিভাগ তাদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন ।
পরবর্তীতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে (লিভ টু আপিল) আবেদন করে রাষ্ট্রপক্ষ ।আপিল বিভাগ উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের আদেশ সংশোধন করে আদেশ দেন । আদেশে জয়নুল আবেদীন ও এম মাহবুব উদ্দিন খোকনকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন । আদেশে জামিনের এই সময়ের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয় । এছাড়া, আত্মসমর্পণ করলে তাদের জামিন বিবেচনা করতেও বলা হয় ।