সংবাদ শিরোনাম ::
অবন্তিকার আত্মহত্যা: মা ও ভাইয়ের সঙ্গে কথা বলল তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি নিহতের মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেছেন।
শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে অবন্তিকার কুমিল্লার বাগিচাগাঁও বাসায় গিয়ে অবন্তিকার মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটি।
এরপর তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক জাকির হোসেন বলেন, আমরা তদন্ত শুরু করেছি। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করেছি আমরা।
এদিকে, জবে শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের এর পর গ্রেপ্তার করা হয় সহপাঠী আম্মান সিদ্দিক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
চলতি মাসের ১৫ তারিখ রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা করেন। তিনি আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।