সংবাদ শিরোনাম ::
গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হোটেলের ৪ কর্মচারী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
রাজধানীর মালিবাগে শাহজালাল নামে একটি হোটেলে গ্যাস সিলিন্ডারের আগুনে হোটেলের চার কর্মচারী দগ্ধ হয়েছে। এরমধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট নিয়ে যাওয়া হয়েছে। আর একজনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। দগ্ধরা হলেন মোঃ মারুফ (১৬) , মো. জুলহাস (১৮), সবুজ (২৪), ও আব্দুল হান্নান (৪০)।
জানা গেছে, দগ্ধ চারজনই ওই হোটেলের কর্মচারী। বুধবার সন্ধ্যায় কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্র্রপাত হয়। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্নে ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করে
বলেন, দগ্ধ তিনজনকে মেডিকেলে বার্ন ইউনিটে আসা হয়েছে।