সংবাদ শিরোনাম ::
বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫
গোপালগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে এ এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে মহাসড়কের দু’পাড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে একটি বাস ছেড়ে আসা ঢাকায় যাচ্ছিল। বাসটি পথিমধ্যে ছাগলছিরা এলাকায় পৌঁছলে বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই ঘটনা ঘটে।