বিএসএফের গুলিতে কিশোর নিহত, আহত আরও একজন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। রোববার (১৭ মার্চ) এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন সাদ্দাম (১৪) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। তার সাদ্দামের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। অন্যদিকে, আহত ছিদ্দেকুর রহমান (৩৪) একই গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে। আহত ছিদ্দেকুর রহমানকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয়েছে।
ভুক্তভোগীদের পরিবার জানায়, পারভেজ হোসেন সাদ্দাম (১৪) ও আহত ছিদ্দেকুর রহমান (৩৪) রোববার (১৭ মার্চ) বিকেলে মুরইছড়া শিকরিয়া সীমান্ত এলাকায় গরুকে ঘাস খাওয়াতে যায়। একপর্যায়ে তারা সীমান্তের জিরো লাইনের কাছাকাছি চলে যায়।
এ সময় মাগুরুলি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলি লেগে আহত ছিদ্দেকুর রহমান পালিয়ে আসে। গুলিবিদ্ধ পারভেজকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তার মৃত্যু হয়। নিহত পারভেজের মরদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে।
কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বিএসএফ সদস্যের গুলিতে একজন নিহতের খবর পেয়েছি।