তরমুজের সাথে শত্রুতা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
ভাল লাভ হবে, এমন আশায় নিয়ে স্বপ্ন বুনছিলেন পটুয়াখালীর কলাপাড়ায় তুরমুজ চাষি মামুন খান। কিন্তু দুর্বৃত্তদের চোখ এড়াতে পারেনি। এ কেমন শত্রুতা ! বুধবার রাতের আধারে ক্ষেতের প্রায় দেড়শ থেকে দুইশ তরমুজ কেটে, ছিড়ে নষ্ট করে ফেলে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ৩৩ কানি নামক এলাকায়।
ক্ষতিগ্রস্থ তরমুজ চাষি মামুন খাঁন, ধার দেনা করে তিনি ৮ একর জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করেন। এতে তার প্রায় দেড় লক্ষ টাকাধিক টাকা খরচ হয়। কেবলমাত্র ক্ষেতের তরমুজ পরিপক্ব হয়ে উঠতে শুরু করেছে। আর কয়দিন গেলেই তরমুজগুলো বিক্রি করতে পারতেন। কিন্তু ক্ষেতের তরমুজ কেটে, ছিড়ে নষ্ট করে ফেলেছে। তবে এ ঘটনা কে বা করা ঘটিয়েছে তা সঠিক করে বলতে পারেননি তিনি।
মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।