‘সরকারের পরিবর্তন চাইলে অপেক্ষা করতে হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পরিবর্তন চাইলে একটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। কারণ নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আ’ লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সংবাদ এক সম্মেলনে তিনি এ বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি কর্মীদের আশা দিয়ে আন্দোলনে নামিয়েছিলো, তারা এখন হতাশ। কারণ নেতারা এখন আরাম আয়েশ করে সময় পাড় করছে।
তিনি বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে কাজ করছে। বাজার সিন্ডিকেট থাকেব না, সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, সরকারের জন্য বিব্রতকর এমন বক্তব্য না দেওয়াই দায়িত্বশীলদের কর্তব্য।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।