রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের উপর হামলা-ভাংচুর
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারদের উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মার্চ) রাতে রশিদপুর গ্রামের অসুস্থ গুল মাহমুদ (৬০)কে জামালপুর হাসপাতালে ভর্তি করেন। রোগিকে মেডিসিন ওয়ার্ডে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার গুল মাহমুদকে মৃত ঘোষণা করলে হট্রগোল শুরু হয়। স্বজনরা রোগির মৃত্যুর জন্য ডাক্তারের অবহেলাকে দায়ী করেন।
একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসক ডা. মঞ্জুরুল হাসান জীবন, ডা. ফহমিদুল ইসলাম ফাহাদ ও ডা. তুষার আহমেদকে মারধর করা হয়। ডাক্তারদের মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে চিকিৎসকরা কর্মবিরতি করেছেন। ওদিকে গুল মাহমুদের মরদেহ আটকে রাখে হাসপাতালের কর্তৃপক্ষ। দুপুরে মৃত গুল মাহমুদের মৃতদেহ নিতে আসা ছেলে হায়দার আলীকে পুলিশ আটক করে। ৮ ঘন্টার পর স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ডাক্তারদের মারধরের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে।