বাড়ি থেকে ৬ কিমি দূরে ব্রিজের উপর মিলল মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে মিনহাজুল ইসলাম (৫০) নামের একজনের লাশ পাওয়া গেছে। সোমবার (১১ মার্চ) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সামিদুল ইসলাম মাস্টা জানান, সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে পথচারী প্রথমে ব্রিজের উপর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। সকাল পৌনে সাতটার দিকে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত লাশ উদ্ধার করে। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে স্বজনরা এসে তার লাশ সকাল ৯ টার দিকে সনাক্ত করে।
মৃত মিনহাজুল ইসলাম ফুলবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম গৌরী পাড়ার ইউসুফ আলীর ছেলে। সে পুরাতন ভাংড়ির ব্যবসা করত।
মিনহাজুলের স্ত্রী ফুলো বেগম, ভাগ্নে আরিফ জানান, রোববার (১০ মার্চ) দুপুরে তার স্বামী বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে পশ্চিম দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর মৎস্যপাড়ার পাকা রাস্তার ব্রিজের উপর পূর্ব পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। কিছুক্ষণ পর স্বজনরা লাশ সনাক্ত করলে ফুলবাড়ী থানায় নিয়ে এসে লাশের সুরতহাল করার পর মর্গে পাঠানো হয়েছে।