সংবাদ শিরোনাম ::
গরম না পড়তেই বেঁকে গেলো রেললাইন
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ১২:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৬৬৬ বার পড়া হয়েছে
তীব্র গরম না পড়তেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর স্টেশনের কিছুটা দূরে ১৫ ফুট রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সংশ্লিষ্টরা খবর পেয়ে সেটি মেরামত করে দেন। তবে ওইসময়ে কোনো ট্রেন না থাকায় চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানা গেছে।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মেহেদী হাসান তারেক রাত জানান, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথের আজমপুর-মুকুন্দপুর সেকশনে ১৫ ফুটের মতো লাইন বাঁকা হয়ে যায়। রেলপথে দায়িত্বে থাকা লোকজন দুপুর ২টার দিকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো তেমন গরম পড়েনি। তবে কম গরমেও রেললাইন বাঁকা হতে পারে। এখন গাড়ির গতি বাড়ানো হয়েছে। যেসব জায়গায় বাঁক আছে, সেখানে কম গরমেও লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে।’