ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

তারিক মোহাম্মদ, ঝিকরগাছা (যশোর)
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ দীর্ঘ ১৭ বছর পর যার যার নিজের মত করে বর্ণিল-বর্নাঢ্য ও উৎসবমুখর আনন্দঘন পরিবেশে নানান অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে নববর্ষ-১৪৩২ উদযাপন করেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ‘ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানের ‘শুভ সূচনা ঘোষণা করেন। ঝিকরগাছা পৌরসভার পক্ষে পৌর প্রশাসক নাভিদ সারওয়ার পৃথক কর্মসূচির আয়োজন করেন।

এবারের বর্ষবরণে উপজেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক ও বৈচিত্যময় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি ও সাধারণ সম্পাদক এড. ইমরান হাসান সামাদ নিপুনের নেতৃত্বে এদিন সকালে আনন্দ শোভাযাত্রার বর্ণাঢ্য র‌্যালি বিএম হাই স্কুল মাঠ থেকে যাত্রা করে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে পারবাজার থানামোড়ে সমাপ্ত হয়।

বর্ষবরণ অনুষ্ঠানের সকালে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ গরু গাড়ির ১৩টির সুসজ্জিতবহরের প্রথমটিতে একমাত্র আরোহী উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি নববর্ষের ‘আনন্দ শোভাযাত্রায় বৈচিত্র্য তুলে ধরেন।

আনন্দ শোভাযাত্রার অগ্রভাগে থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু ও সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনের আয়োজনে এদিন সকালের প্রীতিভোজে বাঙালির চিরায়ত ‘পান্তা ভাত, আলু ভর্তা ও দেশীয় মাছ ভাজিসহ উপদেয় নানা পদের পরিবেশনের মাধ্যমে আমন্ত্রিতদের আপ্যায়িত করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাসহ দলীয় প্রতিটি অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এমএল মাধ্যমিক বিদ্যালয়, বিএম মাধ্যমিক বিদ্যালয়, পাইলট গার্লস হাই স্কুল, সম্মিলনী মহিলা কলেজ, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা আলীয়া মাদরাসা, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঁকড়া ডিগ্রী কলেজ উল্লেখযোগ্য।

অনুষ্ঠান আয়োজনে আবহমান গ্রাম বাংলার চিরচরিত বাঙালিসংস্কৃতির বিভিন্ন খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বৈশাখীর বিভিন্ন চারুকলা প্রদর্শন, বাঙালিয়ানায় তরুণ-তরুণী, কিশোর-কিশোরীদের আকর্ষণীয় সাজসজ্জা, আলোচনা সভা, হাসপাতাল ও সরকারি শিশুপরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ দীর্ঘ ১৭ বছর পর যার যার নিজের মত করে বর্ণিল-বর্নাঢ্য ও উৎসবমুখর আনন্দঘন পরিবেশে নানান অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে নববর্ষ-১৪৩২ উদযাপন করেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ‘ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানের ‘শুভ সূচনা ঘোষণা করেন। ঝিকরগাছা পৌরসভার পক্ষে পৌর প্রশাসক নাভিদ সারওয়ার পৃথক কর্মসূচির আয়োজন করেন।

এবারের বর্ষবরণে উপজেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক ও বৈচিত্যময় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি ও সাধারণ সম্পাদক এড. ইমরান হাসান সামাদ নিপুনের নেতৃত্বে এদিন সকালে আনন্দ শোভাযাত্রার বর্ণাঢ্য র‌্যালি বিএম হাই স্কুল মাঠ থেকে যাত্রা করে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে পারবাজার থানামোড়ে সমাপ্ত হয়।

বর্ষবরণ অনুষ্ঠানের সকালে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ গরু গাড়ির ১৩টির সুসজ্জিতবহরের প্রথমটিতে একমাত্র আরোহী উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি নববর্ষের ‘আনন্দ শোভাযাত্রায় বৈচিত্র্য তুলে ধরেন।

আনন্দ শোভাযাত্রার অগ্রভাগে থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু ও সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনের আয়োজনে এদিন সকালের প্রীতিভোজে বাঙালির চিরায়ত ‘পান্তা ভাত, আলু ভর্তা ও দেশীয় মাছ ভাজিসহ উপদেয় নানা পদের পরিবেশনের মাধ্যমে আমন্ত্রিতদের আপ্যায়িত করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাসহ দলীয় প্রতিটি অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এমএল মাধ্যমিক বিদ্যালয়, বিএম মাধ্যমিক বিদ্যালয়, পাইলট গার্লস হাই স্কুল, সম্মিলনী মহিলা কলেজ, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা আলীয়া মাদরাসা, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঁকড়া ডিগ্রী কলেজ উল্লেখযোগ্য।

অনুষ্ঠান আয়োজনে আবহমান গ্রাম বাংলার চিরচরিত বাঙালিসংস্কৃতির বিভিন্ন খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বৈশাখীর বিভিন্ন চারুকলা প্রদর্শন, বাঙালিয়ানায় তরুণ-তরুণী, কিশোর-কিশোরীদের আকর্ষণীয় সাজসজ্জা, আলোচনা সভা, হাসপাতাল ও সরকারি শিশুপরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।