ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নববর্ষকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলা নববর্ষকে ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উদযাপন ও দেশের আইনশৃঙ্খলা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিলেটসহ বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়ে দায়ের করা মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

নিরাপত্তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারাদেশের ন্যায় এসব ব্যবসা প্রতিষ্ঠানেও পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হয়েছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই।’

তিনি বলেন, ‘রমজান এবং ঈদের সময়ের মতো দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার যাতে বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

গতকাল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাটা ও কেএফসি লুটপাটের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। আর এমন ঘটনা যাতে না ঘটে সেজন্যও ব্যবস্থা নেয়া হয়েছে।’

বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এবারের পহেলা বৈশাখের আয়োজনে বাংলাদেশের সব জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। তবে শোভাযাত্রার নাম কী হবে, তা ঠিক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে।’

তিনি বলেন, ‘আগামী ১০ এপ্রিল বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হবে চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম।’

এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নববর্ষকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলা নববর্ষকে ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উদযাপন ও দেশের আইনশৃঙ্খলা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিলেটসহ বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়ে দায়ের করা মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

নিরাপত্তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারাদেশের ন্যায় এসব ব্যবসা প্রতিষ্ঠানেও পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হয়েছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই।’

তিনি বলেন, ‘রমজান এবং ঈদের সময়ের মতো দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার যাতে বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

গতকাল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাটা ও কেএফসি লুটপাটের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। আর এমন ঘটনা যাতে না ঘটে সেজন্যও ব্যবস্থা নেয়া হয়েছে।’

বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এবারের পহেলা বৈশাখের আয়োজনে বাংলাদেশের সব জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। তবে শোভাযাত্রার নাম কী হবে, তা ঠিক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে।’

তিনি বলেন, ‘আগামী ১০ এপ্রিল বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হবে চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম।’

এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।