ঝিকরগাছায় বিএনপি নেতা নিপুনের ঈদ শুভেচ্ছা বিনিময়

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি নেতা কর্মীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের খোঁজখবর নেন।
শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজারে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়পূর্ব এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন এসময় নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি প্রতিটি নেতাকর্মীর দলীয় শৃঙ্খলা মেনেচলার পরামর্শ দেন।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি তবিবর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক আখিজুর রহমান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাজান আলী, বিএনপি নেতা নূর মোহাম্মদ, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মঈনুল ইসলাম জনি, যুবদল নেতা মারুফ হোসেন, নুরুন্নবী খান শিপন, বিপ্লব ঘোষ, মাসুদ পারভেজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।