তরুণদের উদ্যোক্তা হওয়ার আহবান প্রধান উপদেষ্টা’র

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
দারিদ্র্য দূর করতে অর্থের নয় কর্মক্ষেত্রের প্রয়োজন, বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বানও জানান তিনি।
বঙ্গোপসাগরীয় সাত দেশের অর্থনৈতিক জোট বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।
দুপুরে সুবর্নভূমি বিমানবন্দরে অবতরণের পর ব্যাংককে আইকোন সিয়ামে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত ইয়ং জেনারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
বক্তব্যের শুরুতেই ড. ইউনূস জানান, নতুন সভ্যতায় টিকে থাকতে হলে পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। তিনি তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব।’
তিনি বলেন, ‘টেকসই বিশ্বে জন্য সিস্টেমের পরিবর্তন করতে হবে। মানবাধিকারকে সামনে রেখে ব্যাংক ঋণ দিতে হবে। এই বিশ্ব বাচার জন্য নতুন সভ্যতা দরকার। চাকরি দাসত্ব পরিণত করে। একদিনে পৃথিবী বদলে দেয়া যায় না। নিজেকে পরিবর্তনের মাধ্যমে পৃথিবী বদলে দেয়া সম্ভব।’
সেবা দিয়ে বিশ্বকে বদলে দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, অর্থ উপার্জন জীবনের লক্ষ্য হতে পারে না।
ড. ইউনূস বলেন, ‘শুধু টাকা অর্জন জীবনের উদ্দেশ্য হতে পারে না। জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। সেবা দিয়ে পৃথিবীর বদলে দিতে হবে।’
তরুন প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ইউনুস জানান, চাকুরি মানুষকে দাসত্বে পরিণত করে। পরে নতুন উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস।