রাজবাড়ীতে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১২ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে ক্লুলেস প্রবাসীর স্ত্রী সালমা বেগম (২৫) হত্যা মামলার আসামী মোঃ হেমায়েত উল্লাহ্(৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামী নোয়াখালী জেলার চর জব্বার থানার দক্ষিণ চর ক্লার্ক গ্রামের মোঃ আহসানউল্লাহ এর ছেলে।
এর আগে গত মঙ্গলবার (১এপ্রিল) সকাল ৬টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রামে স্বামীর বাড়ির ঘরের খাটের ওপর সালমা বেগমের গলায় ওড়না পেচানো মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
সালমা বেগম হাউলি জয়পুর গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী।
এ ঘটনায় সদর থানায় (২ এপ্রিল) ৩০২/৩৪ পেনাল কোডে মামলা রুজু হয়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রেস রিলিজ এর মাধ্যমে জানা গেছে গত কাল আনুমানিক রাত সাড়ে সাতটার সময় নোয়াখালীর চর জব্বার থানা পুলিশের সহায়তায় আসামীর নিজ বসত বাড়ি থেকে মোঃ হেমায়েত উল্লাহ্(৩০) কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞসাবাদে আসামী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
জানা গেছে,পরকিয়া সম্পর্কের টানাপোড়েনের জেরে এই হত্যাকান্ড ঘটেছে। এছাড়াও আসামীর স্বীকারোক্তী মতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের পাশের গ্রাম নূরপুর গ্রামের জনৈক কৃষ্ণ হালদার এর পুকুর হইতে উদ্ধার পূর্বক জব্দ করা হইয়াছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন এঁর সর্বিক দিক নির্দেশনায় সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একটি শক্তিশালী টিম তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান করে আসামীকে গ্রেফতার করেন, বলে জানাগেছে।