ঈদের দিন স্ত্রীকে হত্যার অভিযোগে পলাতক স্বামী গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৩:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে ঈদের দিন পারিবারিক কলহের জের ধরে হাড়িয়া গ্রামে ভিকটিম আঙ্গুরা বেগম (২২) কে হত্যার ঘটনায় আসামি স্বামী নাজমুল হোসেন (২৬) কে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন :বিপজ্জনক বাঁক ও লবণবাহী গাড়ি দুর্ঘটনার কারণ, ৪৮ ঘণ্টায় নিহত ১৫
বুধবার (২ এপ্রিল) ভোরে মাধবপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। নাজমুল হোসেন উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
নিহত আঙ্গুরা(২২) এর বাবা মাম্মদ আলীর অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী নাজমুল হোসেন তার মেয়ের ওপর নির্যাতন করত। এ নিয়ে একাধিকবার সালিশ-বিচার বৈঠক হয়েছে। গত সোমবার ঈদুল ফিতরের দিন সকালে আমাদের বাড়িতে ফোন করে নাজমুলের স্বজনরা জানায় আঙ্গুরা অসুস্থ। খবর পেয়ে গিয়ে দেখি, আঙ্গুরাকে খুন করে তার স্বামী নাজমুল হোসেন পালিয়ে গেছে। নাজমুল নেশাগ্রস্ত হয়ে টাকার জন্য প্রায়শই আঙ্গুরাকে মারধর করতো।
আরও পড়ুন :দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি
গত ৬ বছর আগে আঙ্গুরার বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অত্যাচার-নির্যাতন সহ্য করে আঙ্গুরা শিশু কন্যার ভবিষ্যৎ চিন্তা করে তার সংসার করেছে। কিন্তু নির্মমভাবে তাকে হত্যা করে ফেলবে, আমরা চিন্তা করিনি।
আরও পড়ুন :গণঅভ্যুত্থানে শহীদদের বিচার শেষ করবে সরকার
নিহতের বাবা মো: মাম্মদ আলী মঙ্গলবার (১ লা এপ্রিল) তারিখে নিহত আঙ্গুরার স্বামী মো: নাজমুল হোসেনকে প্রধান আসামি করে মাধবপুর থানায় ধারা -৩০২/৩৪ পেনাল কোড মোতাবেক একটি হত্যা মামলা দায়ের করেন,মামলা নং -১।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই শাহনুর ইসলাম বাংলা টাইমসকে জানান, আসামি নাজমুলকে বুধবার হবিগঞ্জ বিচারিক আদালতে নেওয়া হয়েছে। বিচারকের কাছে তার রিমান্ডের আবেদন করা হবে।