রাজধানীতে হাতাহাতি, ঈদের ছুটিতে বাড়িতে ফিরে সংঘর্ষে আহত ৪০

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নারী পুরুষসহ ৪০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের হাজী তাহের মিয়া ও আবদুল মজিদ মিয়ার লোকজন ২৭ শে রমজান ঢাকার মিরপুর এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে দুপক্ষের মাঝে হাতাহাতির ঘটনার জের ধরে মঙ্গলবার (১লা এপ্রিল) দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী পুরুষ সহ শতাধিক লোক আহত হয়েছেন।
আহতরা হলেন, নাজমুল, লোকমান, জাবেদ, জাহাঙ্গীর, হারুন, লিটন, রোখন সহ ৪০ জন নারী পুরুষ আহত হয়েছেন মর্মে স্থানীয়রা জানান। সংঘর্ষের পর আহতদের কে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং অধিকাংশ আহতরা হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।
সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী, পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লা সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।