ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। এদিন কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) ভোর থেকে বিভিন্ন আন্তঃনগর ও কমিউটার ট্রেনে বাড়ি ফেরার জন্য স্টেশনে ভিড় করেন যাত্রীরা।
আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও কমিউটার ট্রেনে টিকিটের জন্য উপচেপড়া ভিড় দেখা যায়। যাত্রীরা অভিযোগ করেন, টিকিটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে এবং অনেক ট্রেনের টিকিট পর্যাপ্ত পরিমাণে ছাড়া হচ্ছে না।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে প্রতি পাঁচটি টিকিটের চাহিদার বিপরীতে মাত্র একটি আসনের টিকিট দেওয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রীদের জন্য দেওয়া হচ্ছে চারটি স্ট্যান্ডিং টিকিট, যাতে সবাই ট্রেনে উঠতে পারেন।