ফাস্টফুডের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬ জন

- সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
রাজধানীর বংশালে সিলিন্ডর বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বংশালের বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে বসানো মেলায় ফাস্টফুডের দোকানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ৬ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলো- রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)।
দোকান মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তাদের বাসা বংশালের নয়াবাজার এলাকায়। তার ছেলে নয়ন ফাস্টফুডের ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছিল। ঈদ উপলক্ষে বাংলাদেশ মাঠের ভেতরে দোকান বসিয়েছিল সে। রাত সাড়ে ৯টার দিকে খবর পান যে, দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে নয়নসহ কয়েকজন দগ্ধ হয়েছে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ ৬ জন হাসপাতালে এসেছেন। তাদের শরীরের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। সাগর নামে একজনের সর্বোচ্চ ১১ শতাংশসহ শ্বাসনালী দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।