ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০মার্চ) ২৯ রমজান প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) গণিত বিভাগের অধ্যাপক ডক্টর রেহেনা নাসরীন, মুক্তিযোদ্ধা সংসদ ঝিকরগাছা শাখার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিকরগাছা শাখার আহ্বায়ক ইমরান রেজা খোকন, ঝিকরগাছা স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সাবেক সভাপতি আরাফাত কল্লোল ও ইয়াউর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলীসহ সুধিবৃন্দ।
দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন, হাফেজ তাহসিন তুর্য।ইফতার ও দোয়া অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আতাউর রহমান জসি, আবুল কাশেম, তারিক মোহাম্মদ, রেজওয়ান বাপ্পি, শাহিনুর রহমান শাহীন, কাজী কেএম ইদ্রিস আলী, এ্যাডভোকেট আবিদুর রহমান, আফজাল হোসেন চাঁদ, আসাদুজ্জামান আসাদ, মিঠুন সরকার, রাফিউল ইসলামসহ প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।