ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবসনে চীনের ভূমিকা শক্তিশালী করার আহবান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত চীনা প্রেসিডেন্টের সঙ্গে মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক এই বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শি জিন পিংয়ের সঙ্গে এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবসনে চীনের ভূমিকা শক্তিশালী করার আহ্ববান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন,জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এরপর অধ্যাপক ইউনূস শুক্রবার বেলা পৌনে ১২টায় দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিং-এ চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি “বিনিয়োগ সংলাপে” অংশ নেবেন। চীনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে এই সংলাপের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে তিনটি পৃথক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন, যার বিষয়বস্তু হলো— টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ, উৎপাদন ও বাজার সম্ভাবনা এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও থ্রি জিরো বিশ্বের ভবিষ্যৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবসনে চীনের ভূমিকা শক্তিশালী করার আহবান

সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত চীনা প্রেসিডেন্টের সঙ্গে মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক এই বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শি জিন পিংয়ের সঙ্গে এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবসনে চীনের ভূমিকা শক্তিশালী করার আহ্ববান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন,জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এরপর অধ্যাপক ইউনূস শুক্রবার বেলা পৌনে ১২টায় দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিং-এ চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি “বিনিয়োগ সংলাপে” অংশ নেবেন। চীনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে এই সংলাপের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে তিনটি পৃথক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন, যার বিষয়বস্তু হলো— টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ, উৎপাদন ও বাজার সম্ভাবনা এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও থ্রি জিরো বিশ্বের ভবিষ্যৎ।