মানছুরিয়া খানকাহ্ শরীফ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
মানছুরিয়া খানকাহ্ শরীফ এর উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও মানছুরিয়া খানাকাহ্ শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ.টি.এস.এম খলিলুর রহমান চিশতীর ৮৫ তম জন্ম বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে রাজশাহী পবা উপজেলার সাইরপুকুর মানছুরিয়া খানাকাহ্ শরীফ প্রঙ্গণে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গদীনশীন পীর শাহ্ সুফি এস.এম শফিকুল আলম আল চিশতী নিজামি, মানছুরিয়া খানকা শরিফ, পীরজাদা এস.এম আজিজুল আলম (বাবু), প্রভাষক, দাউকান্দি ডিগ্রি কলেজ, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিবুল আরেফিন,মাওলানা মোঃ আবু সায়েদ, ইমাম, দারসা জামে মসজিদ, মাওলানা মোঃ শফিকুল ইসলাম, মাওলানা মোঃ ইলিয়াস আলী,মাওলানা মোঃ শরিফুল ইসলাম (কাওসার)।