বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের উন্নয়নে প্রথম ভূমিকা রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা ও বৈধভাবে বিদেশে জনশক্তি রফতানিতে প্রথম ভূমিকা রেখেছিলেন। আলোচনা সভায় জিয়াউর রহমানের
জীবনী সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করেন বক্তারা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
প্রধান বক্তা হিসাবে বক্তৃতাকরেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য ডাঃ হাবিবুর রহমান, সরদার অহিদুল ইসলাম পল্টু, এ্যাডভোকেট মনির ফরাজি, সদর উপজেলার সাবেক সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, কাজী মনির হোসেন, পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশিদ, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারসহ যুবদলের ১২টি ইউনিটের আহবায়ক ও সদস্যনচিব ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোতে স্বৈরাচারের দোসর ও ষড়যন্ত্রকারীরা এখনো বসে আছে তারা দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। দেশবিরোধী এ ষড়যন্ত্র কারীদের মোকাবেলায় যুবদলসহ সকলকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান। আলোচনা সভাশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।