ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইয়ের ব্যাপারে জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান চালকেদের উদ্দেশ্যে বলেছেন, গাড়িতে উঠার আগেই গাড়ি চেক করে উঠবেন। যাতে রাস্তায় গাড়ি বন্ধ না হয় বা বিকল হয়ে না যায়। গাড়িতে বেশি ভাড়া নিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঈদে যাত্রাপথে মহাসড়কে গাড়ির চাকা ঘুরবে, মানুষ গাড়িতে উঠবে, কোথাও চাকা বন্ধ হবে না।

ঈদ উপলক্ষে টানা ৯দিনের সরকারি ছুটি ছাড়াও গাজীপুরে কলকারখানার ছুটিতে শহরের মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছে। প্রায় একই সময়ে এ ছুটি শুরু হওয়ায় সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবকাহনের গতকাল থেকেই চাপ বেড়েছে। এমতাবস্থায় গাজীপুর মহানগরের যানজট ও জনজট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

তিনি বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ঈদে ঘুরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংএ এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, যানজট নিরসনে কোন অবস্থাতেই মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশাগুলো মহাসড়ক থেকে যেসকল ফিডার রোড রয়েছে সেসব ফিডার রোডে অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে এক’শ মিটার দূরে গুলো যাত্রী উঠানামা করবে। এজন্য তিনি অটোরিকশা চালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করেন। আর অটোরিকশা মহাসড়কে উঠলে তার বিরুদ্ধে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেওয় হবে। ঈদ উপলক্ষ্যে বাসের ভাড়া বেশী নেওয়া হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যানজট প্রবন এলাকায় ড্রোন দিয়ে ছবি ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে মহাসড়কের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। যাতে কোথাও গাড়ি প্রতিবন্ধকতা তৈরি না হয় তার জন্য রাস্তায় যত্রতত্র পার্কিং করা যাবে না। ইতোমধ্যে মহাসড়কে অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়ক ভাসমান দোকান, হকার মুক্ত করা হয়েছে। মহাসড়কে দোকান বসা নিয়ে হকারদের সঙ্গে চোর-পুলিশ খেলা বন্ধ করা হবে।

যানবাহন চলাচলের শৃংখলা আনয়নে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সাথে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও কাজ করছে। মহাসড়কে কঁাচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ট্রাক ও ভারি যানবাহন চলাচল বন্ধ করা হবে। সড়কের সকল খানাখন্দ মেরামত করা হয়েছে। মহাসড়কে সিটি করপোরেশনের কোন ময়লা ফেলানো যাবে না। তারপরও কোথাও ময়লা জমে গেলে প্রতিঘন্টায় তা সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ কমিশনার। সকল যানজট এলাকা স্মোথ করা হয়েছে।

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, গাড়িতে উঠার আগে গাড়ি চেক করে উঠবেন। যাতে রাস্তায় গাড়ি বন্ধ না হয় বা বিকল হয়ে না যায়। গাড়িতে বেশি ভাড়া নিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঈদের যাত্রাপথে গাড়ির চাকা ঘুরবে, মানুষ গাড়িতে উঠবে, কোথাও চাকা বন্ধ হবে না।

তিনি নগরীতে ছিনতাই প্রসঙ্গে বলেন, ছিনতাইয়ের ব্যাপারে মহানগর পুলিশ জিরো টলারেন্স। আগের চাইতে ছিনতাই কমে এসেছে। বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের এক সদস্য গুরুত্বর আহত হয়েছে। তারপরও ছিনতাইকারীকে ছাড়া হয়নি। গোপনে অ্যাম্বুস করে ছিনতাইকারীদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, অনেকে চাকরি হারিয়ে ছিনতাই কাজে নেমেছে। তাদেরকে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদে বাড়ি ফেরার সময় নাগরিকদের ঘরে তালা দেয়া ছাড়াও মূল্যবান সম্পদ সঙ্গে নিয়ে যেতে কিংবা নিরাপদ ফোজতে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার।

বিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. তাহেরুল হক চৌহান, উপ-কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল আলম, উপ-কমিশনার মো. মহিউল ইসলাম, এডিসি (ট্রাফিক) অশোক কুমার পালসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পুলিশ কমিশনার গণপরিবহণে ভ্রমনে চালকদের মাঝে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছিনতাইয়ের ব্যাপারে জিরো টলারেন্স

সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান চালকেদের উদ্দেশ্যে বলেছেন, গাড়িতে উঠার আগেই গাড়ি চেক করে উঠবেন। যাতে রাস্তায় গাড়ি বন্ধ না হয় বা বিকল হয়ে না যায়। গাড়িতে বেশি ভাড়া নিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঈদে যাত্রাপথে মহাসড়কে গাড়ির চাকা ঘুরবে, মানুষ গাড়িতে উঠবে, কোথাও চাকা বন্ধ হবে না।

ঈদ উপলক্ষে টানা ৯দিনের সরকারি ছুটি ছাড়াও গাজীপুরে কলকারখানার ছুটিতে শহরের মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছে। প্রায় একই সময়ে এ ছুটি শুরু হওয়ায় সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবকাহনের গতকাল থেকেই চাপ বেড়েছে। এমতাবস্থায় গাজীপুর মহানগরের যানজট ও জনজট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

তিনি বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ঈদে ঘুরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংএ এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, যানজট নিরসনে কোন অবস্থাতেই মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশাগুলো মহাসড়ক থেকে যেসকল ফিডার রোড রয়েছে সেসব ফিডার রোডে অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে এক’শ মিটার দূরে গুলো যাত্রী উঠানামা করবে। এজন্য তিনি অটোরিকশা চালক এবং যাত্রীদেরও সহযোগিতা কামনা করেন। আর অটোরিকশা মহাসড়কে উঠলে তার বিরুদ্ধে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেওয় হবে। ঈদ উপলক্ষ্যে বাসের ভাড়া বেশী নেওয়া হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যানজট প্রবন এলাকায় ড্রোন দিয়ে ছবি ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে মহাসড়কের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। যাতে কোথাও গাড়ি প্রতিবন্ধকতা তৈরি না হয় তার জন্য রাস্তায় যত্রতত্র পার্কিং করা যাবে না। ইতোমধ্যে মহাসড়কে অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়ক ভাসমান দোকান, হকার মুক্ত করা হয়েছে। মহাসড়কে দোকান বসা নিয়ে হকারদের সঙ্গে চোর-পুলিশ খেলা বন্ধ করা হবে।

যানবাহন চলাচলের শৃংখলা আনয়নে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সাথে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও কাজ করছে। মহাসড়কে কঁাচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ট্রাক ও ভারি যানবাহন চলাচল বন্ধ করা হবে। সড়কের সকল খানাখন্দ মেরামত করা হয়েছে। মহাসড়কে সিটি করপোরেশনের কোন ময়লা ফেলানো যাবে না। তারপরও কোথাও ময়লা জমে গেলে প্রতিঘন্টায় তা সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ কমিশনার। সকল যানজট এলাকা স্মোথ করা হয়েছে।

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, গাড়িতে উঠার আগে গাড়ি চেক করে উঠবেন। যাতে রাস্তায় গাড়ি বন্ধ না হয় বা বিকল হয়ে না যায়। গাড়িতে বেশি ভাড়া নিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঈদের যাত্রাপথে গাড়ির চাকা ঘুরবে, মানুষ গাড়িতে উঠবে, কোথাও চাকা বন্ধ হবে না।

তিনি নগরীতে ছিনতাই প্রসঙ্গে বলেন, ছিনতাইয়ের ব্যাপারে মহানগর পুলিশ জিরো টলারেন্স। আগের চাইতে ছিনতাই কমে এসেছে। বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের এক সদস্য গুরুত্বর আহত হয়েছে। তারপরও ছিনতাইকারীকে ছাড়া হয়নি। গোপনে অ্যাম্বুস করে ছিনতাইকারীদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, অনেকে চাকরি হারিয়ে ছিনতাই কাজে নেমেছে। তাদেরকে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদে বাড়ি ফেরার সময় নাগরিকদের ঘরে তালা দেয়া ছাড়াও মূল্যবান সম্পদ সঙ্গে নিয়ে যেতে কিংবা নিরাপদ ফোজতে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার।

বিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. তাহেরুল হক চৌহান, উপ-কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল আলম, উপ-কমিশনার মো. মহিউল ইসলাম, এডিসি (ট্রাফিক) অশোক কুমার পালসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পুলিশ কমিশনার গণপরিবহণে ভ্রমনে চালকদের মাঝে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।