ট্রাইব্যুনালের তথ্য ফাঁসে ভেতরের কেউ জড়িত

- সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে এই মামলার আসামি এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর প্রসিকিউশনে দুটি অভিযোগ দাখিল করা হয়। পরে মামলা হলে গত ২৪ ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা বিরুদ্ধে ও চানখারপুলের গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে, ঈদের পরে আদালতে জমা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস হচ্ছে, আসামিরা পালিয়ে যাচ্ছে, এসব ঘটনায় ট্রাইব্যুনালের ভেতরের কেউ জড়িত থাকতে পারে- আশঙ্কা চিফ প্রসিকিউটরের।