গরমে হাঁসফাঁস জনজীবন, ৭ অঞ্চলে তাপপ্রবাহ

- সংবাদ প্রকাশের সময় : ০২:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
চৈত্রের প্রচন্ড রোদে ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রার পারদ। সেই সাথে দেশের ৭ অঞ্চলে হানা দিয়েছে তাপপ্রবাহ। এতে সর্বত্রই গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায়ও তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে আগামী রোববার (৩০ মার্চ) একই সময় পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তিনি আরও জানান, বর্তমানে রাজশাহী, রাঙামাটি, ফেনী, সীতাকুণ্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৩ দিন ক্রমান্বয়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। পাশাপাশি বুধবার (২৬ মার্চ) রাঙামাটি ও যশোরে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।