ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাই শেষে পালাতে বুড়িগঙ্গায় ঝাঁপ, গণপিটুনিতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজার চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, শুক্রবার ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করছিল কয়েকজন ছিনতাইকারী। এরপর স্থানীয়রা তাদের ধাওয়া করে। তখন কয়েকজন পালিয়ে গেলেও ৩ ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয়। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে ওঠলে স্থানীয়রা তাদের মধ্যে দু’জনকে আটক করে গণপিটুনি দেয়। এসময় আরেকজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, গণপিটুনির শিকার দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ পিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে তাকেও ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। তার অবস্থাও গুরুতর।

ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, চকবাজার থেকে ওই তিন যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছিনতাই শেষে পালাতে বুড়িগঙ্গায় ঝাঁপ, গণপিটুনিতে একজনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজার চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, শুক্রবার ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করছিল কয়েকজন ছিনতাইকারী। এরপর স্থানীয়রা তাদের ধাওয়া করে। তখন কয়েকজন পালিয়ে গেলেও ৩ ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয়। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে ওঠলে স্থানীয়রা তাদের মধ্যে দু’জনকে আটক করে গণপিটুনি দেয়। এসময় আরেকজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, গণপিটুনির শিকার দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ পিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে তাকেও ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। তার অবস্থাও গুরুতর।

ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, চকবাজার থেকে ওই তিন যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রয়েছে।