সাবস্টেশনে আগুন, হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২১ বার পড়া হয়েছে
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বিমানবন্দরের নিকটস্থ একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরটি ‘গুরুতর বিদ্যুৎ-বিভ্রাট’-এর সম্মুখীন হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।
এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও তথ্যের জন্য তাঁদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, ‘অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে কাজ করছে। তবে আমরা নিশ্চিত নই, বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম আবার কখন চালু হবে। কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
যুক্তরাজ্যের এই বৃহত্তম বিমানবন্দরে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০টি উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করে। গত বছর রেকর্ড ৮৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরের টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন।
হিথ্রোর ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ১২০টি উড়োজাহাজ হিথ্রোর উদ্দেশে আকাশে রয়েছে, যেগুলো অন্য বিমানবন্দরে অবতরণ করতে হবে, আর না হয় যেখান থেকে এসেছিল, সেখানে ফিরে যেতে হবে।
এদিকে লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, পশ্চিম লন্ডনের হেইস এলাকায় অবস্থিত সাবস্টেশনে আগুন লেগে হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আগুন নেভাতে ১০টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ৭০ জন দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশপাশের এলাকা থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এলএফবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। জরুরি সেবাগুলো রাত ১১টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এলএফবির সহকারী কমিশনার প্যাট গুলবর্ন বলেন, ‘আমাদের দমকলকর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য নিরলসভাবে কাজ করছেন। এতে দীর্ঘ সময় লাগবে, তাই আমরা সবাইকে অনুরোধ করছি যতটা সম্ভব এই এলাকা এড়িয়ে চলতে।’
এলএফবি আরও জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০০ মিটার এলাকা ঘিরে রাখা হয়েছে। আগুন থেকে বিপুল পরিমাণে ধোঁয়া তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
জ্বালানি সরবরাহকারী সংস্থা স্কটিশ অ্যান্ড সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আগুনের কারণে ১৬ হাজার ৩০০টিরও বেশি বাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।