শরণখোলায় বিএনপি নেতা কাজী শিপনের ঈদ বস্ত্র বিতরণ

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
শরণখোলায় তাফালবাড়ী বাজারে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন দরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করেছেন। এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন :গাজাবাসী ভয়কে জয় করেই বসবাস করছে
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বিএনপি নেতা রুহুল আমীন হাওলাদারের সভাপতিত্বে তাফালবাড়ী কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার,এটিএম জসিম উদ্দিন জাফর,মোরেলগঞ্জ উপজেলা বিএনপি নেতা এ এফ এম শামীম, প্রধান বক্তা ছিলেন,শরণখোলা উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত।
আরও পড়ুন :তিন ঘণ্টায় ধর্ষণের শিকার শিশু-কিশোরীসহ পাঁচজন ঢামেকের ওসিসিতে ভর্তি
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, মধু তালুকদার, কামরুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা, দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভাবমুর্তি রক্ষা এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল নৈরাজ্য ও অনিয়ম প্রতিহতের আহবান জানান।
আলোচনা সভার আগে দরিদ্র নারী পুরুষের মাঝে আসন্ন ঈদ উপলক্ষ্যে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।