ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবী নাহিদ ইসলামের

পটুয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

উপদেষ্টা নাহিদ ইসলাম-পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকিতে গণধর্ষণের শিকার কলেজছাত্রীর পাশে দাঁড়িয়ে দ্রুত বিচার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে যান। সেখানে হাসপাতালে মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামীকে গ্রেফতার করতে হবে এবং শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণ আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বর্তমানে রাজনৈতিক ও সামাজিক অনিরাপত্তার মধ্যে রয়েছেন। সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। এসব পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে, নাহিদ ইসলাম রাজপথে কর্মসূচি প্রদানের ঘোষণা দেন যদি সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার না করা হয়।

ভুক্তভোগীর পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, আমরা তাদের পাশে আছি এবং এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম মুখ্য সংগঠক এস. এম. শাহরিয়ার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা নেতারা, চিকিৎসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রেস ব্রিফিং শেষে নাহিদ ইসলাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ভুক্তভোগী পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে, তিনি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনে সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

নাহিদ ইসলাম যোগ করেন, “আমরা আশা করি প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে এবং অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবী নাহিদ ইসলামের

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

পটুয়াখালীর দুমকিতে গণধর্ষণের শিকার কলেজছাত্রীর পাশে দাঁড়িয়ে দ্রুত বিচার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে যান। সেখানে হাসপাতালে মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামীকে গ্রেফতার করতে হবে এবং শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণ আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বর্তমানে রাজনৈতিক ও সামাজিক অনিরাপত্তার মধ্যে রয়েছেন। সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। এসব পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে, নাহিদ ইসলাম রাজপথে কর্মসূচি প্রদানের ঘোষণা দেন যদি সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার না করা হয়।

ভুক্তভোগীর পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, আমরা তাদের পাশে আছি এবং এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম মুখ্য সংগঠক এস. এম. শাহরিয়ার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা নেতারা, চিকিৎসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রেস ব্রিফিং শেষে নাহিদ ইসলাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ভুক্তভোগী পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে, তিনি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনে সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

নাহিদ ইসলাম যোগ করেন, “আমরা আশা করি প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে এবং অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে।