ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলাবিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) আসরবাদ মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ডহরমাগুরা হাইস্কুল মাঠে, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে শিওরদাহ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন :গাজাবাসী ভয়কে জয় করেই বসবাস করছে
অন্যদিকে, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুদ্দিন খাঁন সেহেলের সভাপতিত্বে দত্তপাড়া স্কুল মাঠে, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আবুল খায়েরের সভাপতিত্বে বর্ণি স্কুল মাঠে ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন :তিন ঘণ্টায় ধর্ষণের শিকার শিশু-কিশোরীসহ পাঁচজন ঢামেকের ওসিসিতে ভর্তি
পৃথক ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য ইমামুল হক, সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক তারিক মোহাম্মদ, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, বিএনপি নেতা নুর মোহাম্মদ, কামাল হোসেন, ইসমাইল হোসেন, মোনায়েম হোসেন, নাজিম উদ্দিন, আলতাফ হোসেন, ইনামুল হক, শাহাবুদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।