মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামী মোঃ নিজাম উদ্দিন(৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন :তিন ঘণ্টায় ধর্ষণের শিকার শিশু-কিশোরীসহ পাঁচজন ঢামেকের ওসিসিতে ভর্তি
বুধবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
আরও পড়ুন :এবার ঈদে টানা ৯ দিনের সরকারি ছুটি
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে নিশ্চিত করে জানান, নিজাম উদ্দিন জিআর- ৭৭/২২( মাধবপুর), ২০১৮ এর সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামী। বৃহস্পতিবার সকাল বেলা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।