ভুট্টুর বালুমহালের লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
আওয়ামী ফ্যাসীবাদের দোসর হিসেবে পরিচিত সেলিম রেজা ওরফে ভুট্টুর বালুমহালের লাইসেন্স বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলিম রেজা ওরফে ভুট্টু দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালু ব্যবসার মাধ্যমে পরিবেশ, নদী ও জনজীবনের মারাত্মক ক্ষতি করে চলেছেন। তার বালুমহাল পরিচালনায় অনিয়ম, দুর্নীতি এবং স্থানীয় জনগণের প্রতি দমন-পীড়নের অভিযোগও তুলেছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সহ-সাধারণ সম্পাদক এস এম একলাস আহমেদ রনি। তিনি বলেন, “ভুট্টুর মতো দুর্নীতিপরায়ণ ও দখলবাজ ব্যক্তির হাতে বালুমহালের লাইসেন্স থাকা একটি সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক। প্রশাসন যদি সত্যিকারের জনগণের পাশে দাঁড়ায়, তাহলে তার লাইসেন্স বাতিল করে তাকে আইনের আওতায় আনবে বলে উল্লেখ করেন।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরের অন্তর্গত ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আক্তারুজ্জামান টেনি, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস.এম জামাল উদ্দীন ও যুবনেতা আব্দুর রহমান সুজন। এছাড়াও বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।