ঢাকায় ২৪ ঘণ্টায় ৩ ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় তিনটি ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এরমধ্যে রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণে অভিযুক্ত কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পুলিশের ৭ জন আহত হয়েছে। আর মিরপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক সাংবাদিক। এছাড়া ঢাকার নবাবগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত হয় আরো ৭ পুলিশ সদস্য।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়দের মারপিটের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে আনে। এরপর বিক্ষুব্ধরা ওই ধর্ষক যুবককে পিটিয়ে হত্যা করে। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা।
২৪ ঘণ্টায় ঢাকা জেলায় ঘটেছে ৩টি ধর্ষণের ঘটনা। এরমধ্যে দুজনই শিশু। বাদ যায়নি সাংবাদিকও। রাজধানীর মিরপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক।
একটি সংঘবদ্ধ অপরাধী চক্র নিয়ে সংবাদ সংগ্রহের সময় সোমবার রাত ১১টার দিকে মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এর সদস্যরা।
এক পর্যায়ে পল্লবী থানার বালুরঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন সেই নারী সাংবাদিক।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। শিশুটির স্বজনদের দাবি- মঙ্গলবার ইফতারের আগে শিশুটি বাড়ির উঠানে খেলার সময় তাকে ডেকে নিয়ে যায় ধর্ষণ করে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি।
পুলিশ ওই ব্যক্তিকে আটক করলেও ভুক্তভোগী পরিবারের দাবি- নানাভাবে তাদের চাপ ও হুমকি দিচ্ছেন তার পরিবারের সদস্যরা।