ট্রাম্পের সঙ্গে বৈঠকে আংশিক যুদ্ধবিরতিতে সায় পুতিনের
থামছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

- সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
অবশেষে থামছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ ফোনালাপের পর বিবৃতি দিয়ে এমনটাই দাবি করল হোয়াইট হাউস।
আমেরিকার দাবি, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতিতে সায় দিয়েছেন পুতিন। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তিনিও সহমত পোষণ করেছেন যে, এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়ে স্থায়ীভাবে শান্তি ফেরা উচিত।
মঙ্গলবার (১৮ মার্চ) যুদ্ধবিরতি নিয়ে প্রায় ঘণ্টা দুয়েক ফোনে পুতিনের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। হোয়াইট হাউসের দেওয়া বিবৃতি অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে কথা বলার পর আপাতত পরিকাঠামো এবং শক্তি উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
এই পদক্ষেপের ফলে পুরোপুরি যুদ্ধবিরতি না হলেও এটিকে শান্তি ফেরার লক্ষ্যে প্রাথমিক ধাপ বলা যেতেই পারে। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী, আগামী এক মাস পরিকাঠামো এবং শক্তি উৎপাদন কেন্দ্রগুলিতে যুদ্ধবিরতি চালিয়ে পরিস্থিতি দেখে নিতে চায় মস্কো। তারপর পূর্ণরূপে জল-স্থল এবং আকাশপথে যুদ্ধ বন্ধের পথে হাঁটতে পারে রাশিয়া।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পুতিন এবং ট্রাম্প সহমত যে রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়া দুদেশেরই অপুরণীয় ক্ষতি হয়েছে। যে পরিমাণ শক্তি এবং প্রাণের অপচয় হয়েছে তা মানবজাতির কল্যাণে ব্যবহার করা যেত। যদিও এখনই পূর্ণরূপে যুদ্ধবিরামে রাজি নয় রাশিয়া।
পুতিন ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় দ্রুত মধ্যপ্রাচ্যে ইউক্রেনের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবে আমেরিকার।
ট্রাম্প-পুতিন আলোচনা শুরু আগে সোমবার রাত থেকে পূর্ব রাশিয়ার বিভিন্ন অংশে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির ফৌজ। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার আস্ত্রখানে একটি তেল শোধনাগারে আগুন লেগে গিয়েছে। ধ্বংস হয়েছে বেশ কিছু ঘরবাড়ি।
মঙ্গলবার আস্ত্রাখানের গভর্নর ইগর বাবুশকিন এ কথা জানিয়েছেন। রুশ সেনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা মোট ৭২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৩৬টি কুর্স্ক অঞ্চলে। বাকিগুলি আস্ত্রাখানে। অন্য দিকে, ইউক্রেন সেনার দাবি তারা সোমবার থেকে ৯০টি রুশ ড্রোন গুলি করে নামিয়েছে।