মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লক্ষ টাকা জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার মীরনগর, আন্দিউড়া, রতনপুর, খাগড়াবাড়ি এবং বেঙ্গাডোবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনকারী ড্রেজার ও পাইপ অপসারণ করা সহ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে সুলতান মিয়ার ছেলে আশিকুর রহমান (৪৫) কে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় মাধবপুর সদরের ভূমি সহকারী কর্মকর্তা ও মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।
অর্থদণ্ডকারী আশিকুর রহমানের গ্রামের নাম জানতে চাইলে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম জানান, মনে নাই। তবে বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।