চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে হেরোইনসহ একজন আটক

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর বারোরশিয়া গ্রামের হায়াত মোড় থেকে শাহজাহানপুর গামী হেরিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০২ গ্রাম হেরোইন সহ ০১ জনকে আটক করে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর আভিযানিক দল।
আটক কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিম পাড়ার মোঃ মঞ্জুর রহমান ও মোছাঃ জাহানারা বেগমের ছেলে মোঃ০ জিয়ারুল ইসলাম (৩৫)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে (১৮ মার্চ) মঙ্গলবার সকাল ১১ টার সময় জানায় র্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল (১৭ মার্চ) সোমবার বিকেল সাড়ে ৫ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০২ গ্রাম হেরোইন সহ আসামিকে হাতেনাতে আটক করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনাববগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়।