বললেন ডা. শফিকুর রহমান
শহীদরা পারিবারিক সম্পত্তি নয়, জাতির সম্পদ

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গড়িমসি করে সময়ক্ষেপণ নয়, দ্রুত সময়ের মধ্যে জালেমদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই-আগস্ট ছাত্র-জনতাকে খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সকলকে শাস্তির আওতায় আনতে হবে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, শহীদরা কারও পারিবারিক সম্পত্তি নয়, শহীদরা এ জাতির সম্পদ। আমরা সবাই শহীদ পরিবারের সদস্য। জামায়াত ইসলামী জুলাই-আগস্টের সকল শহীদ পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করবে।
শহীদ সেলিম তালুকদারের মেয়ে শিশুকে দেখতে গিয়ে জামায়াতের আমির বলেন, আমরা শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা সন্তানকে দেখতে এসেছি। আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার বেড়ে ওঠা, বিকশিত হওয়া, শিক্ষা, চিকিৎসা ও বিয়ে পর্যন্ত আমরা তার দায়িত্ব নিচ্ছি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সবাই মিলেমিশে মানবিক বাংলাদেশ গড়বো। সেই বাংলাদেশে প্রতিটি মানুষ প্রতিটি মানুষের দুঃখে সাড়া দেবে এবং প্রথম সাড়া দেওয়ার দায়িত্ব থাকবে সরকারের। সরকার জনগণকে সাথে নিয়ে একটি কল্যাণকর এবং মানবিক রাষ্ট্র গড়বে। কোরআনের ভিত্তিতে এমন একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা। সেই অভিযাত্রায় দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানাই।
জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে জামায়াত নেতাদের দুনিয়ার সম্পদ বৃদ্ধি পাবে না বরং আখেরাতের সম্পদ বৃদ্ধি পাবে।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার।