জানালেন স্বরাষ্ট্র সচিব
স্বাধীনতা দিবসে নেই নিরাপত্তা ঝুঁকি

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, এ বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা জনিত কোনো ঝুঁকি নেই।
রোববার (১৬ মার্চ) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, জানতে চাইলে সচিব বলেন, ‘আমি কোনো ঝুঁকি দেখছি না।’
তবে এ বছর স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই। গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি, মার্চেও হবে না।’
ঈদকে ঘিরে প্রস্তুতি বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, ঈদকে সামনে রেখে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে। ঈদের সময় যাতে শ্রমিক অসন্তোষ না হয়, শ্রমিকদের বেতন যেন নির্ধারিত সময়ে দেয়া হয়, কোনো সম্পত্তি যেন ধ্বংস না হয়, সে সব নিয়ে আমরা সতর্ক আছি। এছাড়া ঈদের সময় পথে পথে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা রোধেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলে জানান তিনি।